Print Date & Time : 9 September 2025 Tuesday 2:27 am

সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি

শেয়ার বিজ ডেস্ক: টানা তিন দিন লড়াইয়ের পর ২৪ ঘণ্টা (এক দিন) যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। খবর: আল জাজিরা।

সুদানের স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে।

আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় মানবিক দিক বিবেচনা করে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মিলিশিয়া আরএসএফ। যুদ্ধবিরতির ঘোষণা প্রথমে আসে তাদের পক্ষ থেকেই।

মিলিশিয়া বাহিনীর প্রধান মোহাম্মেদ হামদান দাগালো জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আলোচনা করেছেন। এতে যুদ্ধবিরতির বিষয়টি ছিল।

অপরদিকে সেনাবাহিনী জানায়, তারা যুদ্ধবিরতি সম্পর্কে কিছ– জানে না। এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, যুদ্ধবিরতির আড়ালে নিজেদের সংঘটিত করবে আরএসএফ।

কিন্তু পরবর্তী সময়ে জেনারেল শামস এল দিন কাব্বাসি নামের এক জেনারেল জানান, সেনাবাহিনী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

জেনারেল শামস জানান, আরএসএফকে সহায়তা করার চেষ্টা করছে সুদানের পার্শ্ববর্তী দুটি দেশ। তবে দেশগুলোর নাম বলেননি তিনি।

সুদানের রাজধানী খার্তুমের বেশিরভাগ অঞ্চল এখন শান্ত রয়েছে। তবে গতকালও প্রেসিডেন্ট ভবন এবং সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে সংঘর্ষ হয়েছে।