Print Date & Time : 5 August 2025 Tuesday 12:10 am

সুনামগঞ্জ হাওরে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে তিন উপজেলায় ৬ কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে ও দুপুরে তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলা হাওরের পৃথকস্থানে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে ছাতক উপজেলার দেবের গাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন এলাকার কৃষক আরশ আলী,ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ সকালে ধান কাটতে গিয়ে হাওরে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন গ্রামের ৩ কৃষক ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়।

এ দিকে দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরও ২ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কৃষকরা হলেন- দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভুমি গ্রামে কৃষক তারা মিয়া ও মিলন মিয়া।

দোয়ারা বাজার থানার ওসি দেব দুলাল ধর জানান হাওরে ধান কাটতে গিয়ে তাদের মৃত্যু হয়।

এছাড়াও সকালে তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের আরেক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আরেক কৃষক আহত হন।

নিহত কৃষক রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছে।