Print Date & Time : 29 August 2025 Friday 9:03 am

সুন্দরগঞ্জে নিখোঁজের ১০দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম ফোরকানিয়া গ্রামের শিশু নাইম মিয়া (৬) নিখোঁজের ১০ দিন পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গিয়ে ওই শিশুর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। নাইম ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। লাশ উদ্ধারের পর এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা।

জানা গেছে, গত ৩ নভেম্বর সকাল ১০টা হতে ১২টার মধ্যে নাইম বাড়ি সংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে খেলা খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোজাখুঁজির পর তাকে না পাওয়ায় ৩ নভেম্বর রাতে নাইমের পিতা থানায় জিডি করে। পরদিন এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয়।

নাইমের পিতা আনিছুরের দাবি, দীর্ঘদিন হতে ভাগিশরিকের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ চলে আসছে। এনিয়ে থানায় এবং আদালতে একাধিক মামলা রয়েছে। বহুবার ভাগিশরিকরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই এ হত্যাকান্ড ঘটিয়েছে।

খবর পেয়ে থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত হতে লাশ উদ্ধার করেন। তিনি জানান, লাশের মাথায় আঘাতের দাগ রয়েছে। পাশিপাশি গলায় কলার গাছের শুকনা পাতা দিয়ে বেধে রাখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।