সুন্দরগঞ্জে পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা

প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঐক্য ন্যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্য ন্যাপ সুন্দরগঞ্জ শাখার আয়োজনে গতকাল শনিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মঞ্জুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ,  দহবন্দ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গোলাম কবির মুকুল, গওছল আলম, আবম শরিতুল্লাহ মাস্টার, আব্দুর রশিদ, ওয়ারেছ আলী প্রমুখ। বক্তারা পঙ্কজ ভট্টাচার্যের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন।