Print Date & Time : 7 September 2025 Sunday 4:46 am

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার গ্রেপ্তার ১২

প্রতিনিধি, খুলনা: সুন্দরবনের জাপসি নদী থেকে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করা চক্রের মূলহোতাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৬-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ১২ জন হলেনÑসাদ্দাম বৈদ্য, শফিকুল ইসলাম বৈদ্য, জাকির হোসেন, খায়রুল মোড়ল, আবদুস সালাম গাজী, বাচ্চু সানা, আবু সাঈদ সরদার, নাজমুল সরদার, আবুল হোসেন গাজী, শাহজাহান শেখ, সালাম সানা ও ইকরামুল সরদার।

র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সুন্দরবনের অভয়াশ্রম ঘোষিত বাগেরহাটের মোংলার জাপসি নদী এলাকায় বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করা হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টায় আভিযানিক দলটি জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান চালিয়ে দেখে, খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে। ভেসে থাকা মাছগুলো কয়েকটি নৌকায় তোলা হচ্ছে। মাছ শিকারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব ওই চক্রের মূলহোতা সাদ্দামসহ ১২ জনকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে ছয় বোতল বিষ, চারটি জাল, পাঁচটি ইঞ্জিনবিহীন কাঠের নৌকা, বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি মাছ এবং পাঁচটি টর্চ উদ্ধার করা হয়েছে।