সুন্দরবন গ্যাসের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের সাবেক এমডি মুশতাক আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করা হয়েছে।

গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি করেন। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এজাহারে বলা হয়েছে, সুন্দরবন গ্যাস কোম্পানির অবসরপ্রাপ্ত এমডি মুশতাক আহমদের বিরুদ্ধে দুই কোটি ১৩ লাখ সাত হাজার ২৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ৫৪ লাখ ৬০ হাজার ৬৬৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। তাই তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

২০১৯ সালের ২৬ মে তিনি স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণসহ সম্পদ বিবরণী দুদক কমিশনে দাখিল করেন। সেখানে মুশতাক আহমদ নিজ নামে মোট এক কোটি ২০ লাখ ৫৬ হাজার ২১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন।

প্রসঙ্গত, সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলার) একটি প্রতিষ্ঠান।