সুবিধাবঞ্চিতদের মাঝে কাঞ্চনজঙ্ঘা’র ঈদ উপহার বিতরণ

প্রতিনিধি, জাবি : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিতদের জন্য ঈদ উপহার বিতরণ করেছে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড। বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় পরিচালিত এ ফান্ড থেকে শতাধিক মানুষের হাতে এ ঈদ উপহার তুলে দেয়া হয়।

বুধবার (১২ জুন) বিকাল চারটায় বিশ^বিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে এ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও জামা বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জীবিকার সুবাদে সেবাপ্রদানকারী রিকশাচালক, বয়স্ক মহিলা, শিশু, বিভিন্ন খাবার দোকানে কর্মরত ও সুবিধাবঞ্চিতদের হাতে এই উপহার তুলে দেয়া হয়। এসময় তাদের মাঝে ঈদ উপহার তুলে দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের পরিচালক অধ্যাপক ড. সালাহউদ্দিন, বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আলমগীর কবির, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট আব্দুল্লাহ হেল কাফি, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং এর পরিচালক অধ্যাপক শেখ মো. তৌহিদুল ইসলাম, শেখ রাসেল হলের প্রভোস্ট ও ইন্সটিটিউট অব পাবলিক হেলথ এর অধ্যাপক ড. তাজউদ্দিন সিকদার, আ ফ ম কালামউদ্দিন হলের প্রভোস্ট ও সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ—উল—হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সমাজবিজ্ঞানের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, নানা প্রতিকূলতার মাঝেও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড তাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে। আশা করি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও বিত্তবানরা এ সহায়তা কার্যক্রমকে আরো বেগবান করবেন।

পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ভাবে এমন মানুষদের সংখ্যা নিতান্তই কম। কাঞ্চনজঙ্ঘার এ সহায়তা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাক এ কামনাই করছি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এ উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান বলেন, কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের এ সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি এ উদ্যোগ ভবিষ্যতে আরো বড় পরিসরে ছড়িয়ে পড়বে। এ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের প্রতিষ্ঠাতা মো.ফরহাদ আলী শুভ বলেন, প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা জীবনে শিক্ষা ও গবেষণার পাশপাশি ইতিবাচক ভাবনায় ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে সেবা ও সচেতনতার জন্য শিক্ষার্থীসুলভ সুবোধকে জাগানো উচিত। নিজ নিজ জায়গা থেকে সমাজের জন্য সৃষ্টিশীল কিছু উদ্যোগ গ্রহণ করে।

যা নেতিবাচকতা থেকে দূরে রেখে মঙ্গলজনক সুর বয়ে আনবে সমাজের জন্য। আমার সাথে এ কাজে জাবির শ্রদ্ধেয় কয়েকজন অগ্রজ, অনুজ ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ জাবির সাবেক শিক্ষার্থীরা যারা বর্তমানে শিক্ষক হিসেবে কর্মরত তারা সম্পৃক্ত আছেন।সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন সেবামূলক কাজে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত।

এ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠানের সফলতা কামনা করেন ইউজিসি অধ্যাপক, সিনেট সদস্য ও সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন, সাবেক ডিন ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. ফরিদ আহমদ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিশ^সেরা বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. এ. এ. মামুন।

উল্লেখ্য, কাঞ্চনজঙ্গা হেল্পিং ফান্ড ২০১৯ সাল থেকে পর্যটন সম্ভাবনাময় উত্তরবঙ্গের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তাদের কার্যক্রম শুরু করে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন পেশার মানুষের মাঝে ঈদ উৎসব, করোনা মহামারি, মসজিদ সংস্কার, অসহায় মানুষের চিকিৎসা, শীতের উষ্ণতা ও শুভেচ্ছা বিনিময়ের জন্য বিভিন্ন উপহার প্রদান করে আসছে।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিভিন্ন ফলদ গাছ বিতরণ করে আসছে। পঞ্চগড় জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ও আশ্রয়ণ প্রকল্পে ফলদ, বনজ ও ফুলজ গাছ রোপণ করে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আসছে সংগঠনটি।