কেএফসি স্বপ্নের পাঠশালা কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খুশি ছড়িয়ে দেয়ার জন্য এই ঈদুল ফিতরে ‘ঈদি ফর এঞ্জেলস’ নামে একটি কর্মসূচি পরিচালনা করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা, সৃজনশীল নানা বিষয়, স্বাস্থ্যশিক্ষাসহ জীবনের চলার পথের নানা বিষয় সম্পর্কে শিক্ষিত করার জন্যই কেএফসি চালু করে ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’; যা পরিচালিত হচ্ছে মজার ইশকুল ও লিডোর সহযোগিতায়। এই ঈদুল ফিতরে নতুন পোশাক এবং উপহার দেয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিয়েছে। এছাড়া ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি এবং পিৎজা হাট স্টোরে ৫০০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতারের ব্যবস্থা করেছে। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 September 2025 Wednesday 6:41 pm
সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’
করপোরেট কর্নার ♦ প্রকাশ: