প্রতিনিধি, মেহেরপুর : ঈদ উপলক্ষে মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভাবনা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র পাঁচ টাকার বিনিময় শিশুদের হাতে তুলে দেওয়া হয় পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে ১০০ শিশু ও ৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা মেহেরপুরের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে। মাত্র পাঁচ টাকার বিনিময়ে নতুন পোশাক পেয়ে খুশি দরিদ্র শিশুরা।
শুধু পোশাকই নয়, তাদের হাত রাঙ্গিয়ে দেওয়া হয় মেহেদির রঙে। ছিল শিশুদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন। গত ৫ বছর যাবত মেহেরপুর ভাবনা নামের সামাজিক সংগঠনটি সুবিধা বঞ্চিত শিশু ও তার পরিবারের মধ্যে স্বল্প টাকায় পোশাক ও খাবারের ব্যবস্থা করে আসছেন। এবারো ১৫০ দরিদ্র শিশুকে মাত্র ৫ টাকায় নিজের পছন্দের পোশাক ও ১০ টাকায় পরিবারের সদস্যরা পেয়েছেন চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, ময়দা, লবণ, চিনি ও দুধ। মেহেরপুর ভাবনার সভাপতি তানভির আল মামুন জানান, দরিদ্র পরিবারের মাঝে সামান্য হলেও ঈদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ।
শিশুদের কাছ থেকে ৫ টাকা নেয়া হচ্ছে, যাতে তারা অনুভব করে যে পোশাকগুলো তারা কিনে নিলো। সংগঠনের সবাই মিলে যে কাজটি করা হচ্ছে। এ ধরনের কাজ সমাজের বিত্তবানরা করলে সবাই আনন্দে ঈদ কাটাতে পারতো। এর আগে ৫ টাকায় ঈদ শপিংয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক তারেক আহমেদসহ মেহেরপুর ভাবনার সদস্যরা।