সুযোগ পেয়েও ব্রিকসে যোগ দিচ্ছে না আর্জেন্টিনা

শেয়ার বিজ ডেস্ক: উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যোগ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। দেশটির নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের কাছে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানান। সূত্র: বিবিসি

আগের সরকারের সিদ্ধান্তের সংশোধনী হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন হাভিয়ের মিলেই। আগামী মাসের ব্রিকসে যোগ দিতে যাওয়া নতুন ছয় দেশের একটি ছিল আর্জেন্টিনা।

মিসর, ইরান, ইথিওপিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নতুন বছরের প্রথম দিন ব্রিকসে যোগ দেয়ার কথা ছিল আর্জেন্টিনার। ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে নভেম্বরে নির্বাচনে আশ্চর্যজনকভাবে জয়লাভ করেন ৫৩ বছর বয়সী জনপ্রিয় ডানপন্থি নেতা হাভিয়ের মিলেই। ব্রিকসের বর্তমান সদস্যদের মতাদর্শী বামপন্থি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে হারিয়ে ক্ষমতায় আসেন তিনি।

মিলেই চিঠিতে উল্লেখ করেন, তার সরকারের পররাষ্ট্রনীতি আগের সরকারের চেয়ে অনেক দিক থেকে ভিন্ন।

বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে চিঠিতে তিনি আরও বলেন, আর্জেন্টিনার ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য হওয়াকে সঠিক সিদ্ধান্ত মনে করেন না তিনি। সাবেক প্রেসিডেন্টের সময় আর্জেন্টিনার ব্রিকসে যোগ দেয়া নিয়ে চীনা সমর্থনের কঠোর সমালোচনা করেন মিলেই। ব্রিকস জোটকে বহুমাত্রিক দেশের জোট হিসেবে উল্লেখ করা হলেও জোটের মোট জিডিপির ৭০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে চীন।

নির্বাচনী প্রচারণায় চীনা সরকারকে গুপ্ত ঘাতক উল্লেখ করে কমিউনিস্টদের সঙ্গে কাজ করবেন না বলেছিলেন তিনি।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পাশাপাশি কম নগদ মজুদ এবং উচ্চ সরকারি ঋণের সঙ্গেও লড়াই করছে দেশটি।