ক্রীড়া ডেস্ক: কয়েক বছর ধরে দুর্দান্ত খেলছেন। স্পটকিক থেকে লক্ষ্যভেদও করছেন একাধিকবার। কিন্তু গতকাল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে সেই লুইস সুয়ারেজ টাইব্রেকারে করেন গোল মিস। তাতে সর্বনাশ হয়েছে উরুগুয়ের। মানে কোপা আমেরিকার চলতি আসরের কোয়ার্টার ফাইনালে পেরুর কাছে হেরে বিদায় নিয়েছে দলটি।
আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচের নির্ধারিত সময় শেষ হলেও উরুগুয়ে ও পেরু জালমুখ খুলতে পারেনি। তাই ভাগ্য নির্ধারণে দুই দলের সামনে আসে টাইব্রেকার। কিন্তু সেখানে উরুগুরুকে ৪-৫ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে পেরু।
টাইব্রেকারে উরুগুয়ের হয়ে প্রথম শট নেন লুইস সুয়ারেজ। কিন্তু তার শট রুখে দেন পেরু গোলরক্ষক। টাইব্রেকারে অংশ নেওয়া দুই দলের বাকিরা সবাই অবশ্য গোল করেন। খেলা শেষে তাই ভীষণ হতাশায় মাঠেই বসে ছিলেন সুয়ারেজ।
ব্রাজিলের সালভাদরে ম্যাচের ২৩ মিনিটেই ভাগ্য ভালো হলে এগিয়ে যেতে পারত উরুগুয়ে। কিন্তু ওপেন-প্লে থেকে ফাঁকা গোলপোস্টের ওপর দিয়ে বল উড়িয়ে মারেন কাভানি। এদিকে উরুগুয়ের মিডফিল্ডার জর্জিয়ান আরানকায়েস্তার গোল অফসাইডের জন্য বাতিল করে দেন রেফারি। বিরতির আগে কাভানির মতোই গোলের সুযোগ নষ্ট করেন গোডিন।
বিরতির পর ম্যাচের ৬০তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল উরুগুয়ের। কিন্তু আবারও অফসাইডের ফাঁদে পড়েন কাভানি। যে কারণে আরেকটি গোল বাতিল করে দেন রেফারি। এ অর্ধের শেষ দিকে সুয়ারেজের গোলটিও বাতিল করা হয় অফসাইডের কারণে, যে কারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সে সুযোগে জিতে কোপার সেমিতে উঠে যায় পেরু।
কোপা সেমিফাইনালে চিলির মুখোমুখি হবে পেরু। আর আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল।