সূচকের অব্যাহত পতনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন অব্যাহত রয়েছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ৪ হাজার ৭৯১ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমে ১ হাজার ৪৬ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ০১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৪ শতাংশ কমে ১ হাজার ৭৮০ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৯ কোটি ৭৪ লাখ টাকা বেড়েছে। এদিন ১৬ কোটি ৭১ লাখ ৮৫ হাজার ৬৫১টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৯৮২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২৪১টির ও অপরিবর্তিত ছিল ৫৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা বীচ হ্যাচারি লিমিটেডের ১৪ কোটি ৮৯ লাখ, সিটি ব্যাংক পিএলসির ১৩ কোটি ৮৯ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ১২ কোটি ৭০ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৮ কোটি ৬০ লাখ, বারকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৮ কোটি ৪৫ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ৮ কোটি ১ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ কোটি ১৬ লাখ, সিটি ইন্স্যুরেন্স পিএলসির ৫ কোটি ৭৫ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ কোটি ৫২ লাখ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সিটি ইন্স্যুরেন্স পিএলসির ৭ দশমিক ৯০ শতাংশ, বাটা শু কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ৬ দশমিক ৫৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৭৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৪ দশমিক ২৫ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ১৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৮৭ শতাংশ, রহিম টেক্সটাইল মিলস পিএলসির ২ দশমিক ৮৯ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ২ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫০ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ৮ হাজার ১৯১ দশমিক ৭৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১৩ হাজার ৪০৩ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২৩৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১০ কোটি ১ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ১৯ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কোটি ৪৭ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ২ কোটি ৯২ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৫৪ লাখ, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৩৫ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৪ লাখ, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ১৪ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৩ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১১ লাখ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর ১০ লাখ এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।