সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ দশমিক ৫৭ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৩৩ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৯ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ১ হাজার ১৯৫ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭৭ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন প্রায় ১৭ কোটি টাকা বেড়েছে। এদিন ১৮ কোটি ১৩ লাখ ২৪ হাজার ২৮টি শেয়ার ১ লাখ ৫৫ হাজার ৮৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত ছিল ৬৪টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির ২৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১৭ কোটি ১০ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ কোটি ৪ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির ১২ কোটি ৯৮ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১১ কোটি ৭৮ লাখ, ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ৪০ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ১১ কোটি ৩১ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৮৬ লাখ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৯ কোটি ৮০ লাখ, এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা রানার অটোমোবইলস লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৫৫ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৩০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৯১ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৭ দশমিক ৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৫৪ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৪২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৪০ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৬ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৭ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড় ৯ হাজার ৩০ দশমিক ৪৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ১৪ হাজার ৮৪২ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৭ লাখ টাকার।