Print Date & Time : 28 August 2025 Thursday 8:45 pm

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এ দিন বেলা ১১টা ৩৭ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৯৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৯৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৯৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৬ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানির মধ্যে বেড়েছে ২২০টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।