সূচকের উত্থান, ফের লেনদেন ছাড়াল ৫০০ কোটি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার সূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকার বাজারে লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা। গতকাল বেশিরভাগ মিউচুয়াল ফান্ড ও ভালো কোম্পানির শেয়ারের দাম কমলেও দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৪টির। এছাড়া ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটেগরির ভিত্তিতে বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও ‘এ’ ক্যাটেগরিতে দাম বেড়েছে ৭৫ কোম্পানির, বিপরীতে দাম কমেছে ৯৫ কোম্পানির। লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম ছিল অপরিবর্তিত। পাঁচ মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধি এবং ১৩ ফান্ডের দরপতনের বিপরীতে দাম বাড়েনি কিংবা কমেনি এমন কোম্পানির সংখ্যা ১৯। ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির ৪০ লাখ শেয়ার ১৫ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে বিচ হ্যাচারি লিমিটেড সর্বোচ্চ তিন কোটি ৭৪ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ২৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৭১ লাখ টাকা। এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার।

টাকার অঙ্কে কোম্পানিটির ১৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ টাকার। ১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑফু-ওয়াং ফুড, ড্রাগন সোয়েটার, শাইনপুকুর সিরামিক, লাভেলো আইসক্রিম, কাট্টলী টেক্সটাইল, অগ্নি সিস্টেম ও ফারইস্ট নিটিং। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২০৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩১ কোটি ৫০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৮৫ লাখ টাকা।