Print Date & Time : 29 August 2025 Friday 10:18 am

সূচকের ঊর্ধ্বমুখীতে চলছে সপ্তাহের প্রথম লেনদেন

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে ভয়াবহ দরপতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই বেড়েছে বেশিরভাগ শেয়ারের লেনদেন। এতে ঊর্ধ্বমুখী রয়েছে সূচক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

আজ রোববার দুপুর দেড়টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক গত কার্যদিবসের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৪১ পয়েন্টে অবস্থান করছে। গত বৃহস্পতিবার সূচক ছিল ছয় হাজার ৬৪১ পয়েন্ট।

এ দিন বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আর লেনদেন শুরুর পর একই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫১১ কোটি টাকা।