Print Date & Time : 15 August 2025 Friday 5:52 pm

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। দিন শেষে প্রধান সূচক ৫৬ পয়েন্ট কমে স্থির হয় ছয় হাজার ৪৮১ পয়েন্টে। সূচকের সঙ্গে বাড়তে দেখা যায় লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ারদর।
আজ লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্য দর বাড়তে দেখা যায় ২৩২টির। একইভাবে ১১৮ কোম্পানি ও ফান্ডের শেয়ার এবং ইউনিট দর কমে এবং ২৫টির দর অপরিবর্তিত থাকতে দেখা যায়।
এদিকে দিন শেষে ডিএসইতে লেনদেন আগের চেয়ে বাড়তে দেখা যায়। আজ এখানে দুই হাজার ১৮৭ কোটি টাকা লেনদেন হয়। দিন শেষে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে ছিল এমারাল্ড অয়েল, মেট্রো স্পিনিং, তৌফিকা ফুড, ওয়েস্টার্ন মেরিন, ওরিয়ন ফার্মাসহ আর কিছু কোম্পানি। দিনের এক পর্যায়ে আজ ১৩ কোম্পানির শেয়ারের বিক্রেতা উধাও হয়ে যায়।