সূচকের ধারাবাহিক উত্থানে বেড়েছে লেনদেন

সাইফুজ্জামান সুমন: সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার প্রধান পুঁজিবাজার ডিএসইসির সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে প্রথম কার্যদিবস থেকে পুঁজিবাজারে বড় উত্থান দেখা যায়। গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও বাজার ঊর্ধ্বমুখী অবস্থানে থাকে।

এদিন ডিএসইসির সূচক বেড়েছে প্রায় ৪৬ পয়েন্ট। এই নিয়ে টানা সাত দিন সূচক উত্থান প্রবণতায় রয়েছে। সাত দিনের মধ্যে প্রতিদিনই সূচক কম-বেশি বেড়েছে। এতে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থার জায়গা কিছুটা শক্ত হয়েছে।

গত সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার পুঁজিবাজারের সূচক বেড়েছিল ১৩২ পয়েন্ট। পরদিন সোমবার ১৯, মঙ্গলবার ৪, বুধবার ৪০ ও শেষ কর্মদিবস বৃহস্পতিবার বেড়েছিল আরও ১৮ পয়েন্ট। এতে টানা ছয় কর্মদিবসে সূচক বাড়ে ২৫৯ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাত কর্মদিবসই সূচক ধীরে ধীরে এগিয়েছে। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও। বড় বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করেছেন। পাশাপাশি ছোট বিনিয়োগকারীদের আস্থাও ফিরতে শুরু করেছে। তাদের মধ্যে যারা এরই মধ্যে শেয়ার বিক্রি করে পোর্টফোলিও প্রায় খালি করে অপেক্ষায় ছিলেন, তারাও বড় বিনিয়োগকারীদের সঙ্গে শেয়ারের লেনদেনে যুক্ত হচ্ছেন। ফলে শেয়ারদর যেমন বাড়ছে, বাড়ছে লেনদেনও। বাজার ইতিবাচক প্রবণতায় সামনের দিকে এগুচ্ছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৯৭ দশমিক ৩৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্ সূচক ১০ দশমিক ৩৫ বা শূন্য দশমিক ৭৩ ও ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪২৬ দশমিক ০৭ পয়েন্টে ও দুই হাজার ৩৭৩ দশমিক ৮০ পয়েন্টে।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৫০ কোটি ১০ লাখ টাকা, যা আগের কার্যদিবস থেকে ৭৫ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৫ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০২টির বা ৫৩ দশমিক ৪৪ শতাংশের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। দর কমেছে ১২৪টির বা ৩২ দশমিক ৮০ শতাংশের এবং ৫২টির বা ১৩ দশমিক ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৭ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ০৩৯ দশমিক ৩৫ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৭৩টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। সিএসইতে ২০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।