নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে; তবে আগের দিনের চেয়ে ৭৩ কোটি ১০ লাখ টাকার লেনদেন বেড়েছে। একইসঙ্গে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ছয় হাজার ২৪০ দশমিক ৯৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ১ হাজার ৩৫৩ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে দুই হাজার ১১০ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৭৩ কোটি ১০ লাখ টাকা বেড়েছে। এদিন ১৪ কোটি ২৪ লাখ ২২ হাজার ৫০৬টি শেয়ার এক লাখ ৩২ হাজার ১৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ১৬১টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ২০ কোটি ৮৯ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৬ কোটি ৪৫ লাখ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ১৬ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৩ কোটি ২৯ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৫৮ লাখ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১১ কোটি ৩৫ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১০ কোটি ৬২ লাখ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৯৫ লাখ এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ২৩ দশমিক ৫৬ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৮৬ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৮ দশমিক ৮৬ শতাংশ, ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৮ দশমিক ৪৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৫ দশমিক ৮৮ শতাংশ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ৫ দশমিক ৫১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৪ দশমিক ০৮ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ৩ দশমিক ৯৪ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৩ দশমিক ০২ শতাংশ এবং মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ০১ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২২ দশমিক ০৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১১ হাজার ৬৭ দশমিক ৭৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১৮ হাজার ৫০৪ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৪টির এবং কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ৬৪টির দর। সিএসইতে গতকাল মোট ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৬ কোটি ১২ লাখ টাকার।