সূচকের পতন অব্যাহত থাকলেও ডিএসইতে লেনদেন সামান্য বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকালও সূচকের পতন দেখা গেছে। তবে গতকাল আগের দিনের চেয়ে লেনদেন সামান্য বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ছয় হাজার ৩৩১ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ১ হাজার ৩৭৩ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে দুই হাজার ১৬২ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬৬০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৭ কোটি ৪৫ লাখ টাকা বেড়েছে। এদিন ১৩ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ৯৫৭টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৫৮২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত ছিল ১৮৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু-ওয়াং ফুড লিমিটেডের ২৬ কোটি ৩৩ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ২১ কোটি ৬৬ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৮৫ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৭ কোটি ৭১ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ১৭ কোটি ৯ লাখ, লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ১৬ কোটি ৮ লাখ, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ১৫ কোটি ৫৪ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ কোটি ৩২ লাখ এবং এডিএন টেলিকম লিমিটেডের ১৫ কোটি সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮১ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ১২ শতাংশ, আলিফ ইন্ডাসিট্রজ লিমিটেডের ৫ দশমিক ২৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৭২ শতাংশ, আজিজ পাইপস লিমিটেডের ৪ দশমিক ৬৪ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৪ দশমিক ০৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৫২ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৮০ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ দশমিক ১৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬ দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ কমে ১১ হাজার ১৮৩ দশমিক ৯৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ কমে ১৮ হাজার ৭০৯ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত ছিল ৭৬টির দর। সিএসইতে গতকাল মোট ১০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৮ কোটি ৬৭ লাখ টাকার।