Print Date & Time : 8 July 2025 Tuesday 12:02 am

সূচকের পতন: লেনদেনের উত্থানে শেষ হলো কার্যদিবস

নিজস্ব প্রতিবেদক: মূল্যসূচকের পতন আর লেনদেনের উত্থানের মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহের শেষ কার্যদিবস। আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও গত দুদিনের চেয়ে বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়,  বৃহস্পতিবার ডিএসইর সূচক অবস্থান করছে ছয় হাজার ৬৪১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কম। আজ ডিএসইতে ৫১৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ২৫ কোটি ১৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে আজ ডিএসইতে ৩৮১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৯টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।