Print Date & Time : 12 September 2025 Friday 4:33 am

সূচকের পতন হলেও ডিএসইর লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ছয় হাজার ৩০১ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ১ হাজার ৩৬৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে দুই হাজার ১৮৪ দশমিক ৮১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৯০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১১৫ কোটি দুই লাখ টাকা বেড়েছে। এদিন ১০ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৫০২টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৩৫৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ১৭৯টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৪ কোটি ৭১ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১৯ কোটি ৬৩ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৮ কোটি ২০ লাখ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ২৪ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ৮ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ কোটি ১৮ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১১ কোটি ৫ লাখ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ কোটি ৪ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ৯ দশমিক ৬৭ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপরের অবস্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ০৯ শতাংশ, এপেক্স ট্যানারি লিমিটেডের ৬ দশমিক ৭৫ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫ দশমিক ৮২ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ৫৩ শতাংশ, ফার কেমিক্যালস লিমিটেডের ৩ দশমিক ৭৭ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৬৫ শতাংশ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৩ দশমিক ৬৩ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৩ দশমিক ৫৫ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের ৩ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১০ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ১১ হাজার ১৩০ দশমিক ৯৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ১৮ হাজার ৬১৭ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ৮৩টির দর। সিএসইতে গতকাল মোট ২০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ৯১ লাখ টাকার।