নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকালও সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৪৪ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৭ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে দুই হাজার ১৯২ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৩১ কোটি ২৬ লাখ টাকা বেড়েছে। এদিন ১৮ কোটি ২২ লাখ ২৩ হাজার ১৩৫টি শেয়ার ১ লাখ ৫৩ হাজার ৮৫৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২০০টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৯ কোটি ৫৫ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৭ কোটি ৭০ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৬ কোটি ১ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ কোটি ৬১ লাখ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৫৭ লাখ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ কোটি ৫৪ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৩ কোটি ৫৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৯৩ লাখ, এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইভিন্স টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৪৭ শতাংশ, দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৪২ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ২৭ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৬ দশমিক ৭৬ শতাংশ, জাহিন স্পিনিং লিমিটেডের ৬ দশমিক ৫৪ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৩৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৬০ শতাংশ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ৫ দশমিক ০৫ শতাংশ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৪ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৯ দশমিক ১২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ বেড়ে ১১ হাজার ১৮২ দশমিক ৯৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ১৮ হাজার ৭০২ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত ছিল ৮৪টির দর। সিএসইতে গতকাল মোট ৩৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ২৩৪ কোটি ৮৩ লাখ টাকার।