সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেন পতনের ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন পতনের ধারা অব্যাহত ছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে পাঁচ হাজার ২২০ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ১৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে এক হাজার ১৬২ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৭ শতাংশ কমে এক হাজার ৮৯৮ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪০ কোটি ২০ লাখ টাকা কমেছে। এ দিন ১৪ কোটি ৭ লাখ ২৪ হাজার ২৬৯টি শেয়ার এক লাখ ২৯ হাজার ৫৯৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৩০টির ও অপরিবর্তিত ছিল ৬৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ফু ওয়াং ফুড লিমিটেডের ৭ কোটি ১০ লাখ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ৬ কোটি ১৬ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬ কোটি ৮ লাখ, জেমিন সি ফুড লিমিটেডের ৫ কোটি ৬৮ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৫ কোটি ২০ লাখ, রবি আজিয়াটা পিএলসির ৫ কোটি ১৪ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৫ কোটি ১১ লাখ, ন্যাশনাল পলিমার লিমিটেডের ৫ কোটি ৪ লাখ, আলহাজ টেক্সটাইল লিমিটেডের ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৩ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা জেমিনি সি ফুড লিমিটেডের ৬ দশমিক ০৬ শতাংশ, ফু ওয়াং ফুড লিমিটেডের ৫ দশমিক ৬২ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৪ দশমিক ৬১ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৯৬ শতাংশ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৩ দশমিক ৮২ শতাংশ, ইস্টার্ন কেবলস লিমিটেডের ৩ দশমিক ৮০ শতাংশ, ন্যাশনাল পলিমার লিমিটেডের ৩ দশমিক ৭৮ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৪৭ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল লিমিটেডের ৩ দশমিক ১০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ৮ হাজার ৮৪৩ দশমিক ১২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ১৪ হাজার ৫৮৪ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২১৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল ৪৩টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ১৬ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা রবি আজিয়াটা পিএলসির ৬১ লাখ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৩২ লাখ, এমজেএল বাংলাদেশ পিএলসির ১৩ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ লাখ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৭ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৭ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৭ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ৯ লাখ, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ৬ লাখ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।