নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর বাড়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সসহ সব সূচক বেড়েছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯৬ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৭ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ১৬৬ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৮০ শতাংশ বেড়ে এক হাজার ৯১১ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫০৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৮২ কোটি ৯৭ লাখ টাকা কমেছে। এদিন ১৪ কোটি ৯২ লাখ ৮৫ হাজার ৩৮টি শেয়ার এক লাখ ২৬ হাজার ৮৪৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত ছিল ৭৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩১ কোটি ৪০ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৬ কোটি ৫২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৬০ লাখ, স্কয়ার ফার্মাসিউটিকালস পিএলসির ১২ কোটি ৩৩ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ১২ কোটি ৮ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১ কোটি ২৮ লাখ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ১০ কোটি ৬৭ লাখ, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের ৯ কোটি ৪ লাখ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৭ দশমিক ৫৯ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭ দশমিক ৩৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৭ দশমিক ২৭ শতাংশ, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনস কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৮৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ দশমিক ৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ৫ দশমিক ৮২ শতাংশ, বিচ হ্যাচারি লিমিটেডের ৫ দশমিক ৬৮ শতাংশ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ২৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ০৫ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৩৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৪১ দশমিক ৮৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫৩৯ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৯৯ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা ক্রাউন সিমেন্ট পিএলসির ১ কোটি ৩৫ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ৯১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির ৪৯ লাখ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ২১ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১৫ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ লাখ, সিটি ব্যাংক পিএলসির ১২ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১১ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৯ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।