নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান দেখা গেছে; একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন সামান্য বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে ছয় হাজার ২২৩ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৩ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ বেড়ে দুই হাজার ১০৮ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৮৫ কোটি ৭৪ লাখ টাকা বেড়েছে। এদিন ১০ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৬৮২টি শেয়ার এক লাখ ২৬ হাজার ৪৯৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত ছিল ১৭০টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা আফতাব অটোমোবাইলস লিমিটেডের ২০ কোটি ৯৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৯ কোটি ৮৪ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৫ কোটি ৫ লাখ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১৩ কোটি ৯২ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩ কোটি ১৮ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ কোটি ৯ লাখ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ১২ কোটি এক লাখ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ২ লাখ এবং শমরিতা হসপিটাল লিমিটেডের ৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ১৭ দশমিক ৫২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১০ দশমিক ৯৯ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৯৮ শতাংশ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেডের ৯ দশমিক ৭৯ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ৭৫ শতাংশ, শমরিতা হসপিটাল লিমিটেডের ৯ দশমিক ২৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৭ দশমিক ৬২ শতাংশ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৬ দশমিক ৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৪ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ১১ হাজার ৫১ দশমিক ১৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ বেড়ে ১৮ হাজার ৪৭৯ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫১টির এবং কমেছে ২৯টির এবং অপরিবর্তিত ছিল ১০৩টির দর। সিএসইতে গতকাল মোট ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৭ কোটি ৪৪ লাখ টাকার।