সূচকের পাশাপাশি ডিএসইর লেনদেনে পতন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। এর আগের কার্যদিবসে ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন বেড়েছিল। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ছয় হাজার ২৪২ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৩৬১ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে দুই হাজার ৯১ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৪৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২১৬ কোটি ৮২ লাখ টাকা কমেছে। এদিন ১৫ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৮০৪টি শেয়ার এক লাখ ৩১ হাজার ৯১৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ১৬৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১৫ কোটি ৭৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৫ কোটি ৫৩ লাখ, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ১৩ কোটি ৩১ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১২ কোটি ৭৩ লাখ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ কোটি ৪৪ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১১ কোটি ৩৮ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ কোটি ৯৪ লাখ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৯ কোটি ৮৫ লাখ এবং ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ১। এর পরের অবস্থানে থাকা ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৯ দশমিক ৬৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৫৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৯৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ১: স্কিম ১-এর ৮ দশমিক ৮৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৮২ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৭২ শতাংশ, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৬০ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯ দশমিক ০১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে ১১ হাজার ৬৭ দশমিক ৩৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে ১৮ হাজার ৫০৫ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত ছিল ৯৩টির দর। সিএসইতে গতকাল মোট ৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৪ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৪ কোটি ৯২ লাখ টাকার লেনদেন বেড়েছে।

সিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে উঠে আসে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির গতকাল মোট ১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৯১ লাখ ৬০ হাজার, ব্যাংক এশিয়া লিমিটেডের ৬০ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৫১ লাখ ৩০ হাজার, অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের ৪২ লাখ ৮০ হাজার, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩৬ লাখ ৮০ হাজার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ২৮ লাখ ১০ হাজার, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ২৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।