Print Date & Time : 10 September 2025 Wednesday 1:29 am

সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা এক শতাংশ কমেছে। টাকার অঙ্কে লেনদেনও কিছুটা কমেছে।

বুধবার ডিএসইতে এক হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭৮ কোটি ৬৫ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৩৩১ কোটি চার লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ছয় হাজার ৫৯২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ্্ সূচক ১৩ পয়েন্ট কমেছে।

আজ বুধবার ডিএসইতে মোট ৩৭৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯৭টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ কোম্পানির শেয়ারদর।