Print Date & Time : 29 August 2025 Friday 12:15 am

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৩ এপ্রিল) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৫ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১০৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮ টি কোম্পানির শেয়ারদর।