নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ বেড়ে ৫ হাজার ৭০০ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ১ হাজার ২২০ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ২ হাজার ৮৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে লেনদেন হয় ৫৫৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২২০ কোটি ৫২ লাখ টাকা কমেছে। এ দিন ২০ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৯৬৫টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৮৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা গ্রামীণফোন লিমিটেড ৩১ কোটি তিন লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩০ কোটি ৭৩ লাখ, অলিম্পিক
ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯ কোটি ১ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ২০ কোটি ৫১ লাখ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১৭ কোটি ৩৫ লাখ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ১৫ কোটি ৫৭ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ কোটি ৫৪ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১০ কোটি ৮৮ লাখ এবং এনআরবি ব্যাংক পিএলসির ১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৫ শতাংশ শেয়ার দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর পরের অবস্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৩০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ২৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৭ দশমিক ৬৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫৪ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৭ দশমিক ৫০ শতাংশ, এসিআই লিমিটেডের ৬ দশমিক ৯২ শতাংশ এবং এনআরবিসি ব্যাংক পিএলসির ৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক শূন্য দশমিক ৬৬ পয়েন্ট কমে ৯ হাজার ৮৬৪ দশমিক ৫০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে ১৬ হাজার ৩৭৫ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০১ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির। গতকাল সিএসইতে লেনদেন হয় ২৯ কোটি ৫ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ২২ লাখ টাকা।




