নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর বাড়লেও ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে ৫ হাজার ২১০ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫৯ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে এক হাজার ৮৮২ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৩ কোটি ৯৭ লাখ টাকা কমেছে। এদিন ১৯ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ৫২৩টি শেয়ার এক লাখ ৩৮ হাজার ১৩৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৬টির ও অপরিবর্তিত ছিল ৫৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিকালস লিমিটেডের ১৪ কোটি ৭৯ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ১৩ কোটি ৩২ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১২ কোটি ১১ লাখ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ১১ কোটি ৩৯ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ৮০ লাখ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৯ কোটি ২১ লাখ, কাট্টালী টেক্সটাইল লিমিটেডের ৮ কোটি ৬ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ কোটি ৮৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৯ দশমিক ৪১ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৩৭ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৩০ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৮ দশমিক ৮৮ শতাংশ, ডিবিএইচ ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ১০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ০৬ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৮৯ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৬৬ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৫১ দশমিক ৭৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫৬৯ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২০৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩ কোটি ৮৩ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৪ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৩৭ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৯ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৮ লাখ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ১৬ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৫ লাখ, আইএফআইসি ব্যাংক পিএলসির ১৫ লাখ, উনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ১৪ লাখ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১৩ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ১২ লাখ, এবং উত্তরা ব্যাংক পিএলসির ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।