সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ৫ হাজার ২০১ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক শূন্য দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০১ শতাংশ কমে ১ হাজার ১৫৮ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে এক হাজার ৮৮৭ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৪ কোটি ৬২ লাখ টাকা বেড়েছে। এ দিন ২১ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১৬৭টি শেয়ার এক লাখ ৫২ হাজার ৭৩৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির ও অপরিবর্তিত ছিল ৬০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা একমি পেস্টিসাইডস লিমিটেডের ১৫ কোটি ৬৬ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১২ কোটি ৭৩ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১২ কোটি ২৮ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১২ কোটি ১৮ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ কোটি ৩৯ লাখ, স্কয়ার ফার্মাসিউটিকালস পিএলসির ৯ কোটি ৩৩ লাখ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৮ কোটি ৩১ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ৭ কোটি ৬৭ লাখ, এবং গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৩০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে মাইডাস ফাইন্যান্সিং পিএলসি। এর পরের অবস্থানে থাকা ডিবিএইচ ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের ৬ দশমিক ৮১ শতাংশ, একমি পেস্টিসাইডস লিমিটেডের ৬ দশমিক ৬৬ শতাংশ, সামিট পাওয়ার লিমিটেডের ৬ দশমিক ০৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের ৫ দশমিক ৬২ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৫৫ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪ দশমিক ৮৩ শতাংশ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশের ৪ দশমিক ৬১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১ দশমিক ৩১ পয়েন্ট কমে ৮ হাজার ৮৫০ দশমিক ৫৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৯৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১৪ হাজার ৫৫৯ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৮ কোটি ৪৭ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৪ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা ফাইন ফুডস লিমিটেডের ২ কোটি ৩৫ লাখ, উনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ২৬ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ২৬ লাখ, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ১৯ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ১৭ লাখ, একমি পেস্টিসাইডস লিমিটেডের ১৬ লাখ, সিটি ব্যাংক পিএলসির ১৫ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৩ লাখ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।