Print Date & Time : 10 September 2025 Wednesday 7:15 pm

সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারদর বাড়লেও ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৬৪ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ৯৮ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১ হাজার ৮৪৪ দশমিক ০৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৮৪ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৮৪ কোটি ৬৮ লাখ টাকা বেড়েছে। এ দিন ২২ কোটি ৪২ লাখ ৭ হাজার ৮৫৩টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৮৫৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির ও অপরিবর্তিত ছিল ৫৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা বীচ হ্যাচারি লিমিটেডের ৩০ কোটি ১৩ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ২৪ কোটি ১৫ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ৬৬ লাখ, সিটি ব্যাংক পিএলসির ১১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১০ কোটি ৪৭ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭ কোটি ৮৩ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৭ কোটি ৮০ লাখ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৭ কোটি ৭৫ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৭ কোটি ২২ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৮২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বারাকা পাওয়ার লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৯ দশমিক ৬৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৯ দশমিক ৬৪ শতাংশ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৯ দশমিক ০৪ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৪৭ শতাংশ, এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৭ দশমিক ৯৩ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৭ দশমিক ৪৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৬ দশমিক ৬৬ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৬ দশমিক ০৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪৩ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ৮ হাজার ৪৬১ দশমিক ০৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৩ হাজার ৮৬৪ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৯৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৬ কোটি টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৯ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ২ কোটি ৫২ লাখ, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ লাখ, উত্তরা ব্যাংক পিএলসির ১৮ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১৮ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১৫ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৫ লাখ, রবি আজিয়াটা পিএলসির ১৪ লাখ, বারাকা পাওয়ার লিমিটেডের ১৩ লাখ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ লাখ এবং দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।