Print Date & Time : 2 September 2025 Tuesday 6:57 pm

সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইর লেনদেনে পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে এদিন লেনদেন আগের দিনের মতো কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ কমে ছয় হাজার ১৯৫ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ১ হাজার ৩৪২ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে দুই হাজার ১৯৮ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৬ কোটি ৯৬ লাখ টাকা কমেছে। এদিন ৬ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ১৩৬টি শেয়ার ৮৮ হাজার ৮৫৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত ছিল ১৮৩টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আমরা নেটওয়ার্কস লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৯ কোটি ২৮ লাখ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ২৪ কোটি ২৮ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২১ কোটি ৪৮ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ২০ কোটি ৭৫ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৮ কোটি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৭ কোটি ৩৮ লাখ, এডিএন টেলিকম লিমিটেডের ১৪ কোটি ১০ লাখ, বিচ হ্যাচারি লিমিটেডের ১২ কোটি ৮৬ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ দশমিক ৯৩ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ৬ দশমিক ৯৭ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের ৬ দশমিক ৮২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ০৭ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৯৪ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩ দশমিক ১২ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ০৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২ দশমিক ৪৫ শতাংশ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২ দশমিক ১৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৯৯ শতাংশ, এর পরের অবস্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৮ দশমিক ০৯ শতাংশ, জেমিনি সি ফুড লিমিটেডের ৭ দশমিক ৪৯ শতাংশ এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৬ দশমিক ৭৪ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১০ দশমিক ৬৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ কমে ১০ হাজার ৯৫৭ দশমিক ৬০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৭৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ১৮ হাজার ২৭৯ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত ছিল ৬৩টির দর। সিএসইতে গতকাল মোট ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১০ কোটি ৬৮ লাখ টাকার।