সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শুরুতে পতন থাকলেও ৩৫ মিনিট পর ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। গতকাল মঙ্গলবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। আর টাকার অঙ্কেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৫ কোটি টাকা, যা প্রায় আড়াই মাসের সর্বোচ্চ লেনদেন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক পতনের সঙ্গে কমেছে লেনদেনও।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স তিন দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক শূন্য ছয় শতাংশ বেড়ে পাঁচ হাজার ৩৪৪ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে এক হাজার ২৪০ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে এক হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৮০ হাজার ২৯৪ কোটি ৭৪ লাখ ৯২ হাজার টাকা। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৬৩৫ কোটি ৭৮ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৫ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৪৯ কোটি ৮৮ লাখ টাকা। এদিন ১১ কোটি ১১ লাখ ২৫ হাজার ৭৭টি শেয়ার এক লাখ ৩৮ হাজার ৯৪৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৪৪টির ও অপরিবর্তিত ছিল ৫১টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ওই দিন ৩০ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকায় কোম্পানিটির ২৮ লাখ ২২ হাজার ১৫২টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর কমেছে তিন টাকা ৩০ পয়সা। এর পরের অবস্থানগুলোতে ছিল খুলনা পাওয়ার কোম্পানি, ফার্মা এইডস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, মুন্নু সিরামিক, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিগাসি ফুটওয়্যার লিমিটেড, ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। ডিএসইতে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে দুই টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৯২৩ বারে ৫৫ লাখ ৫৬ হাজার ৭৬৪টি শেয়ার লেনদেন করে, যার বাজারমূল্য ১৭ কোটি ৪৬ লাখ এক হাজার টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২১৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭৮ বারে ৮৪ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিক লিমিটেডের দর সাত দশমিক ৯৬ শতাংশ দর বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিএসসির ছয় দশমিক ৯৮ শতাংশ ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের দর পাঁচ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গতকাল মঙ্গলবার দরপতনের শীর্ষে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। ওই দিন কোম্পানিটির শেয়ারের দর কমেছে চার টাকা ৯০ পয়সা বা আট দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন ৭৫ বারে কোম্পানির ১২ হাজার ৪৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ছয় লাখ ৪৩ হাজার টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার ৪২ টাকা ৪০ পয়সা বা সাত দশমিক ৩১ শতাংশ দর কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৫৩৮ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি এক হাজার ৭৩ বারে ৬২ হাজার ১৩টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য তিন কোটি ৫৪ লাখ টাকা। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলোÑএপেক্স ফুডস, কোহিনুর কেমিক্যাল, এশিয়া প্যাসিফিক, শ্যামপুর সুগার, সোনরগাঁও টেক্সটাইল প্রগতি লাইফ, বার্জার পেইন্টস ও জেএমআই।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৬৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩০ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৮৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৮৪টির ও অপরিবর্তিত ছিল ২২টির দর।
সিএসইতে এদিন ১৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৩৬৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। সবচেয়ে বেশি লেনদেন হয় বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটির এক কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কোটি ৩০ লাখ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এক কোটি ২৬ লাখ ও বিবিএস কেব্লসের ৫৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।