নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল প্রায় ৬৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ বেড়ে পাঁচ হাজার ২৬৭ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে এক হাজার ১৭৬ দশমিক ৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে এক হাজার ৯৩০ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৬২ কোটি ৯২ লাখ টাকা বেড়েছে। এ দিন ২৭ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৭৫২টি শেয়ার এক লাখ ৮০ হাজার ২৭৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১৫৬টির ও অপরিবর্তিত ছিল ৪৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা অগ্নিসিস্টেমস লিমিটেডের ২১ কোটি ২১ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৪ কোটি ৫১ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ১০ কোটি ৭২ লাখ, বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১০ কোটি, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৯ কোটি ৫৭ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৯ কোটি ৪৬ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৮ কোটি ৪৪ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৮ কোটি ৪১ লাখ, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা এবি ব্যাংক পিএলসির ৯ দশমিক ৫৮ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ৯ দশমিক ৫৭ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৯ দশমিক ২ শতাংশ, আইএফআইসি ব্যাংক পিএলসির ৮ দশমিক ৯৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ৮ দশমিক ৩৩ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৭ দশমিক ৬০ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৫ দশমিক ৯৪ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৫ দশমিক ৫২ শতাংশ এবং এক্সিম ব্যাংক পিএলসির ৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৭৯ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ বেড়ে ৮ হাজার ৯২২ দশমিক ৮৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭০৫ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২৩৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৩ কোটি ১৭ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১ কোটি ৫০ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ৫ কোটি ২০ লাখ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৭৯ লাখ, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৭৭ লাখ, আইএফআইসি ব্যাংক পিএলসির ৩৬ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩১ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ২৩ লাখ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ২২ লাখ, এবি ব্যাংক পিএলসির ২১ লাখ, বেস্ট হোল্ডিংস পিএলসির ২০ লাখ, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।