Print Date & Time : 8 August 2025 Friday 1:07 pm

সূচক ও লেনদেনের উত্থানের ধারা অব্যাহত রয়েছে ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে সূচক ও লেনদেনের উত্থান হয়েছে। এর আগের কয়েক কার্যদিবসেও উত্থানের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয় ডিএসইতে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ বেড়ে সাত হাজার ৭৫ দশমিক ৪৯ পয়েন্টে পৌঁছায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। ডিএসইএক্সের পাশাপাশি অন্য দুই সূচকেরও নতুন রেকর্ড হয়েছে। দেখা গেছে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক সাত দশমিক ৩৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ বেড়ে এক হাজার ৫৩৬ দশমিক শূন্য তিন পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১২ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে দুই হাজার ৫৪৬ দশমিক ৬২ পয়েন্টে স্থির হয়। দুই হাজার ৬০৩ কোটি টাকা বেড়ে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ৮৮৭ কোটি টাকায়, যা ডিএসইতে সর্বোচ্চ।

ডিএসইতে এদিন মোট ৩৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৫৪টির এবং কমেছে ১৮৪টির। বাকি ৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৯০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৮৬৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ৩৩ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসইতে এদিন ৬৯ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার ৪৮৫টি শেয়ার তিন লাখ ৬৭ হাজার ৪০২ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ২৫৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর অপরিবর্তিত ছিল। দ্বিতীয় অবস্থানে থাকা সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৯৪ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৮০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬৮ কোটি ৭২ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৩ কোটি ২০ লাখ, ডরিন পাওয়ারের ৬২ কোটি ৯৩ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫৫ কোটি ৬৮ লাখ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৫৪ কোটি ৩৭ লাখ, স্কয়ার ফার্মার ৪৪ কোটি তিন লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ৩৮ কোটি ১৮ লাখ এবং শাহজিবাজার পাওয়ারের ৩৮ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এডিএন টেলিকম লিমিটেড। ইস্টার্ন হাউজিংয়ের ৯ দশমিক ৮৬ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮০ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৭৮ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৯ দশমিক ৭৭ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের আট দশমিক ৬৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬১ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১২ হাজার ৩৮৫ দশমিক ৭৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৬২ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬২টির এবং ৩১টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল ৮৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আর তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৫ কোটি ১৯ লাখ টাকার।