নিজস্ব প্রতিবেদক: উভয় পুঁজিবাজার ফের নিম্নমুখী প্রবণতায় দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন কমার পাশাপাশি সবকটি সূচক ও বেশিরভাগ শেয়ারের দর পতন হয়। আগের দিন ব্যাংক খাতের কারণে সূচক বাড়লেও গতকাল এ খাতে বড় ধরনের পতন ঘটে। মাত্র পাঁচটি ব্যাংকের দর ইতিবাচক ছিল। লেনদেনের শুরুতে সূচক বাড়লেও ধীরে ধীরে দুপুর ১২টার পর থেকে বিক্রির চাপ বেড়ে গেলে সূচকের গতি নি¤œমুখী হয়। শেষ পর্যন্ত তা অব্যাহত থাকে এবং ২৭ পয়েন্ট পতন দিয়ে লেনদেন শেষ হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও শেয়ারদর কমলেও লেনদেন সামান্য বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গতকাল ২৭ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ছয় হাজার ২২৪ দশমিক শূন্য সাত পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক চার দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে এক হাজার ৩৭৫ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমে দুই হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন কমে চার লাখ ২০ হাজার ৮৫৪ কোটি ২০ লাখ সাত হাজার টাকা হয়।
ডিএসইতে গতকাল লেনদেন হয় ৪০৬ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয় ৪৪৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ৩৭ কোটি টাকা। এদিন ১১ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৭০টি শেয়ার ৯৪ লাখ ৭৫৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত ছিল ৫৯টির দর।
টাকার অঙ্কে ও শেয়ার সংখ্যায় লেনদেনের শীর্ষে উঠে আসে ইসলামী ব্যাংক। ১৯ কোটি ৫৩ লাখ টাকায় ৫৬ লাখ ৭৪ হাজার ৭০৭টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৬০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানে ছিল শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম, সিটি ব্যাংক, লিগ্যাসি ফুটওয়্যার, স্কয়ার ফার্মা, ওয়েমেক্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা। সর্বোচ্চ সংখ্যক শেয়ার লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল ন্যাশনাল ব্যাংক। কোম্পানিটির ৩৭ লাখ ৪৬ হাজার ৩৩১টি শেয়ার ১১ কোটি ১৯ লাখ টাকায় লেনদেন হয়। পরের অবস্থানগুলোতে ছিল আরডি ফুড, প্রিমিয়ার ব্যাংক, ফু ওয়াং ফুড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও সিএমসি কামাল।
আট দশমিক ৯১ শতাংশ বেড়ে বৃদ্ধির শীর্ষে উঠে আসে ফাইন ফুডস। এরপর পাঁচ দশমিক ৮৪ শতাংশ বাড়ে মিরাকল ইন্ডাস্ট্রিজের। আরডি ফুড চার দশমিক ৫৪ শতাংশ, সালভো ক্যামিকেল চার দশমিক ১৬ শতাংশ ও ওয়েমেক্স ইলেকট্রোডের দর বেড়েছে তিন দশমিক ৯৯ শতাংশ।
অন্যদিকে পাঁচ দশমিক ৬৬ শতাংশ দর কমে পতনের শীর্ষে চলে আসে স্ট্যান্ডার্ড সিরামিক। এরপর চার দশমিক ১৮ শতাংশ দর কমে কে অ্যান্ড কিউর। ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর চার দশমিক ১৫ শতাংশ কমেছে। জিল বাংলার দর তিন দশমিক ২১ শতাংশ, বিডি থাইয়ের দর তিন দশমিক শূন্য এক শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬০ দশমিক ১৫ পয়েন্ট কমে ১১ হাজার ৬৪২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে ১৯ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল দিনজুড়ে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত ছিল ৪২টির দর।
সিএসইতে এদিন ৩০ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের দিন লেনদেন হয় ৩০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সিএসইতে লেনদেন বেড়েছে ২২ লাখ টাকা। লেনদেনের শীর্ষে থাকা বিএসআরএমের ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া ফিনিক্স ফিন্যান্সের চার কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ওয়েমেক্সের ৭৬ লাখ, এনবিএলের ৭৫ লাখ, ইসলামী ব্যাংকের ৭১ লাখ, প্রিমিয়ার ব্যাংকের ৬৯ লাখ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৬৪ লাখ ও আরএকে সিরামিকসের ৫৩ লাখ, জেনারেশন নেক্সেটের ৪৬ লাখ ও কেয়া কসমেটিকসের ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।