নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সবগুলো সূচক ইতিবাচক অবস্থানে ছিল। পাশাপাশি লেনদেনও বেড়েছে। কিন্তু বেশিরভাগ কোম্পানি দরপতনে ছিল। গতকাল লেনদেনের শুরু থেকেই ছিল শেয়ার কেনার চাপ। বিক্রির চাপও প্রায় সমান ছিল। এ কারণে সূচকের ঊর্ধ্বগতি বারবার বাধা পেয়েছে। তবে শেষ আধঘণ্টায় কেনার চাপ বাড়লে সূচক ১৯ পয়েন্ট ইতিবাচক থেকে লেনদেন শেষ হয়। চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক, লেনদেন ও শেয়ারদরে একই চিত্র লক্ষ্য করা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে পাঁচ হাজার ২৫৮ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১০ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ বেড়ে এক হাজার ২১৩ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস ৩০ সূচক ১১ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ বেড়ে এক হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন ৩ লাখ ৮১ হাজার ৭৮৬ কোটি টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৫৩১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৮ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ১২ লাখ টাকা। এদিন ১২ কোটি শূন্য ৯ লাখ ৪৮ হাজার ১৯৬টি শেয়ার এক লাখ ২৮ হাজার ৫৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪০টির, অপরিবর্তিত ছিল ৬১টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। ৩৪ কোটি ৬৮ লাখ টাকায় কোম্পানিটির ১১ লাখ ৮২ হাজার ১৯৯টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২১ টাকা ৮০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপরের অবস্থানগুলোতে ছিল মুন্নু সিরামিকস, এসকে ট্রিমস, সায়হাম কটন, খুলনা পাওয়ার, ইনটেক লিমিটেড, ইফাদ অটোস, সামিট পাওয়ার ও দি পেনিনসুলা। ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশন। এরপরে এসকে ট্রিমসের দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, জেএমআই সিরিঞ্জের দর ৯ দশমিক ৬৪ শতাংশ, ওয়াটা কেমিক্যালের দর আট দশমিক ৭৪ শতাংশ, জেমিনি সি ফুডের দর আট দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।
অন্যদিকে আট দশমিক ৫৭ শতাংশ দর কমেছে বেক্সিমকো সিনথেটিকসের। কেডিএস এক্সেসরিজের দর সাত দশমিক ৬২ শতাংশ কমেছে। এছাড়া এমএল ডায়িংয়ের দর ছয় দশমিক ৮৭ শতাংশ, তোসরিফা ইন্ডাস্ট্রিজের দর ছয় দশমিক শূন্য দুই শতাংশ, শেগনা কনডেন্সড মিল্কের দর পাঁচ দশমিক ৯৫ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক চার দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক শূন্য চার শতাংশ বেড়ে ৯ হাজার ৭৩৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই দুই দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এরমধ্যে দর বেড়েছে ৭৭টির। কমেছে ১২৬টির। অপরিবর্তিত ছিল ২৭টির দর।
সিএসইতে এদিন ২৫ কোটি ৬০ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে ২৫ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৯১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৫ লাখ টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে শাহজালাল ব্যাংক। কোম্পানিটির চার কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপরে কাট্টলি টেক্সটাইলের দর এক কোটি ৫২ লাখ টাকার, শাশা ডেনিমসের এক কোটি ৪০ লাখ টাকার, সিঙ্গার বিডির এক কোটি সাত লাখ, ইনটেক লিমিটেডের ৭৬ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ৭৬ লাখ টাকার, সায়হাম কটনের ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।




