নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে গতকাল সবগুলো সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে লেনদেন আগের দিনের থেকে সামান্য কমলেও ১১০০ কোটি টাকার ঘরে অবস্থান করে। ৪৬ শতাংশ কোম্পানির দর বাড়লেও কমেছে ৪২ শতাংশের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও সাড়ে ১১টার দিকে বিক্রির চাপ বেশি থাকায় সূচক নেমে যেতে থাকে। দুপুর ১টার পর থেকে ফের কেনার চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত কেনার চাপ অব্যাহত থাকায় ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট ঊর্ধ্বমুখী থেকে লেনদেন শেষ হয়। চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে একই চিত্র লক্ষ্য করা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক শূন্য চার পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক চার দশমিক শূন্য তিন পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে এক হাজার ৩৩০ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস ৩০ সূচক তিন দশমিক শূন্য সাত পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে দুই হাজার ২৯ দশমিক শূন্য সাত পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন বেড়ে চার লাখ ১৪ হাজার ১৬৫ কোটি টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় এক হাজার ১৩৯ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৪৬ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে সাত কোটি টাকা। এদিন ২৯ কোটি শূন্য আট লাখ ১৯ হাজার ৪৩৮টি শেয়ার দুই লাখ ৩১ হাজার ৭৭৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৭টির, অপরিবর্তিত ছিল ৩৮টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খুলনা পাওয়ার কোম্পানি। ৪৫ কোটি ৬২ লাখ টাকায় কোম্পানিটির ৬৩ লাখ ৮৭ হাজার ৭২৮টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৯০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বিবিএস কেব্লসের ২৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপরের অবস্থানগুলোতে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাকটিভ ফাইন, ফাস ফাইন্যান্স, আলহাজ্ব টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার ও সিঙ্গার বিডি। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইউনাইটেড ফাইন্যান্স। এরপরে অগ্রণী ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে, আলহাজ্ব টেক্সটাইল ৯ দশমিক ৯৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। অরিয়ন ইনফিউশনের দর ৯ দশমিক ৯৩ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৯০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৮৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৮৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৬৪ শতাংশ, জেমিনি সি ফুডের দর আট দশমিক ৭২ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ছয় দশমিক ৬৬ শতাংশ দর কমেছে বেক্সিমকো সিনথেটিকসের। আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের দর ছয় দশমিক ৬৬ শতাংশ কমেছে। এছাড়া এমারেল্ড অয়েলের দর ছয় দশমিক ৬১ শতাংশ, সিএনএ টেক্সের দর পাঁচ দশমিক ৬৬ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের দর পাঁচ দশমিক ৬৪ শতাংশ কমেছে। প্রগ্রেসিভ লাইভের দর পাঁচ দশমিক ২৬ শতাংশ, ঢাকা ডায়িংয়ের দর পাঁচ শতাংশ, বিচ হ্যাচারির দর চার দশমিক ৯৬ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের দর চার দশমিক ৪৭ শতাংশ ও ভিএফএস থ্রেডের দর তিন দশমিক ৯৪ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪৬ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১০ হাজার ৮৪৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে ১৭ হাজার ৯৫৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বোমোট ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির। কমেছে ১১৯টির। অপরিবর্তিত ছিল ২৭টির দর।
সিএসইতে এদিন ৪১ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৫৮৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৬ কোটি ২২ লাখ এক হাজার ৩৪০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে পাঁচ কোটি ৩২ লাখ টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে বিএসআরএম লিমিটেড। কোম্পানিটির এক কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপরে ইস্টার্ন হাউজিংয়ের এক কোটি ৬৫ লাখ টাকার, বেক্সিমকো এক কোটি ৪৬ লাখ টাকার, ফাস ফাইন্যান্সের এক কোটি ৪৪ লাখ টাকার, ইন্দোবাংলা ফার্মার ৮৭ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৮৩ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৮২ লাখ টাকার, আরএসআরএম স্টিলের ৮১ লাখ টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৮০ লাখ টাকার ও সিলভা ফার্মার ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
