সূচক কমার নেপথ্যে লংকাবাংলা ফাইন্যান্স

শেয়ার বিজ: ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের ওপর ভর করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে।  সোমবার (২৭ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত আড়াই ঘণ্টায় লেনদেন ৫৫২ কোটি টাকা ছাড়িয়েছে।

তথ্যমতে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও এক ঘণ্টা পর থেকে বাজার গতি হারায়। আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের দর পতনের ফলে ডিএসইর সার্বিক সূচক প্রায় ১১ পয়েন্ট কমেছে।

অন্যদিকে এ সময়ে ডিএসইর সার্বিক সূচক ছয় হাজার ৩২৫ দশমিক ৩৩ পয়েন্ট দাঁড়িয়েছে। সূচক কমার পেছনে লংকাবাংলা ফাইন্যান্সের ভূমিকা প্রায় ৯ শতাংশ। এবং লেনদেনকে কমার পেছনে প্রায় ২৪ শতাংশ ভূমিকা রয়েছে।

 

এদিকে আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে মোট ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টি, কমেছে ১৩৬টির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫টি কোম্পানি-ফান্ডের দর অপরিবর্তিত রয়েছে।