Print Date & Time : 5 August 2025 Tuesday 11:21 pm

সূচক পতনে গ্রামীণফোনের ভূমিকা

শেয়ার বিজ: বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন এবং ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মার দরপতনের মধ্য দিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ১ হাজার ৯১ কোটি ৯০ লাখ টাকায় দাঁড়িয়েছে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক কমে ৩৭ দশমিক ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

তথ্যমতে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। কিন্তু বেলা সাড়ে ১১টা থেকে সূচকের পতন দেখা যায়। এবং শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। সূচকের এ পতনের পেছনে গ্রামীণফোন ১৫ দশমিক ৮৭ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানিটির দর কমেছে এক দশমিক ৪২ শতাংশ বা ৬ টাকা ৮০ পয়সা।

এছাড়া স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ভূমিকা ছিল যথাক্রমে ৬ দশমিক ৮৭ শতাংশ, দুই দশমিক ৬০ শতাংশ, এক দশমিক ৭৮ শতাংশ ও এক দশমিক ৭৭ শতাংশ। তবে দরপতনের শীর্ষে ছিল প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

এদিকে দিনভর ডিএসইতে মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টি, কমেছে ১৬৪টির এবং ৩৪টি কোম্পানি-ফান্ডের দর অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার ডিএসইতে প্রায় ৩০ কোটি ৮৭ লাখ শেয়ার ও ইউনিট এক লাখ ৬৫ হাজার বার হাতবদল হয়। দিনশেষে বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৯১ কোটি ৯০ লাখ টাকা।