Print Date & Time : 28 July 2025 Monday 2:10 am

সূচক বাড়লেও লেনদেন নিম্নমুখী

 

নিজস্ব প্রতিবেদক: উভয় পুঁজিবাজারে গতকাল সূচক বাড়লেও লেনদেন কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে ( ডিএসই) সবগুলো সূচক ইতিবাচক ছিল। অন্যদিকে সিএসইতে সব ধরনের সূচক বাড়লেও সিএসই৩০ সূচক কমেছে। গতকাল ডিএসইতে সূচকের গতিতে অস্থিরতা লক্ষ করা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ১২ পয়েন্ট বাড়লেও এরপর আবার নামতে থাকে। লেনদেনের শেষের দিকে আবার কিছুটা বেড়ে ৮ পয়েন্ট বৃদ্ধি দিয়ে লেনদেন শেষ হয়।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬৮ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে এক হাজার ২৬১ দশমিক ৯১ পয়েন্টে আর ডিএস ৩০ সূচক ৪ দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে ২ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৫৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সে হিসেবে লেনদেন কমেছে ১৭ কোটি ১০ লাখ টাকা। ১৬ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ২৪৫টি শেয়ার ৮৩ হাজার ৬৯৩ বার হাতবদল হয়। ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭০ হাজার ৬০৩ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৩৬ টাকা। লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির। কমেছে ১১৯টির, অপরিবর্তিত ছিল ৬১টির দর।

সবচেয়ে বেশি মূল্যের শেয়ার লেনদেন হয় প্যারামাউন্ট টেক্সটাইলের। ২১ কোটি ৩৪ লাখ টাকায় ৫৭ লাখ ৫৫ হাজার ৬৩৪টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৩৬ টাকা ৯০ পয়সায় অপরিবর্তিত থাকে। লেনদেনে পরের অবস্থানগুলোতে ছিল বিডি ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, নূরানী ডায়িং, সাইফ পাওয়ার, অ্যাগ্রো ডেনিম, বিডিকম, লংকাবাংলা, কেয়া কসমেটিকস, ইউসিবি। সবচেয়ে বেশি সংখ্যক শেয়ার লেনদেন হয় কেয়া কসমেটিকসের। ৬৮ লাখ ৪৮ হাজার ৬১৩টি শেয়ার ৯ কোটি ৭৫ লাখ টাকায় লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোতে ছিল অ্যাপোলো ইস্পাত, বিডি ফাইন্যান্স, নূরানী ডায়িং, প্যারামাউন্ট টেক্স, ইউসিবি, আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, অ্যাগ্রো ডেনিম, বেক্সিমকো। ৭ দশমিক ৫০ শতাংশ দর বেড়ে শীর্ষে উঠে আসে ন্যাশনাল টি। এরপর ৫ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে নূরানী ডায়িং, নর্দার্ন ইন্স্যুরেন্স ৪ দশমিক ৮০ শতাংশ, সোনালী আঁশ ৪ দশমিক ৪০ শতাংশ এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৩৯ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে ৯ দশমিক ৩২ শতাংশ দর কমেছে ফার্স্ট ফিন্যান্সের। এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ৬ দশমিক ৫২ শতাংশ, সুহƒদ ইন্ডাস্ট্রিজ ৪ দশমিক ৩১ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ২ দশমিক ৮৬ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২ দশমিক ৭১ শতাংশ দর কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪৯ পয়েন্টে, সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৩১ পয়েন্টে অবস্থান করে। ২৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টির দর বেড়েছে। কমেছে ৯৬টির। অপরিবর্তিত ছিল ৪৬টির দর।

এদিন ২৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৩৪ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয় ৩৫ কোটি ৩৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার। সে হিসেবে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৪৬ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জিপি। কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। বেক্সিমকো ফার্মার ১ কোটি ৪৮ লাখ টাকার, অ্যাপোলো ইস্পাতের ১ কোটি ৪৪ লাখ টাকার, নাভানা সিএনজির ১ কোটি ২৫ লাখ, সামিট পাওয়ার ১ কোটি ১৮ লাখ টাকার, নূরানী ডায়িংয়ের ১ কোটি ১১ লাখ টাকার, এমজেএল বিডির ১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।