সূচক, লেনদেন বাজার মূলধন সবই কমেছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের সবচেয়ে বড় পতন দেখেছে পুঁজিবাজার। দেশের দুটি পুঁজিবাজারেই সূচক, লেনদেন ও বাজার মূলধন কমেছে। হাতে গোনা কয়েকটি কোম্পানির দাম বেড়েছে। আর যত কোম্পানির দাম বেড়েছে, তার কয়েকগুণ কোম্পানির দাম কমেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার একই চিত্র দেখা যায়।

ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও তা স্থায়ী হয়নি। প্রথম ঘণ্টায়ই সূচক নিম্নমুখী হয়ে পড়ে। এ ধারা সারাদিন অব্যাহত থাকে। ফলে ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ছয় হাজার ২০৯ পয়েন্টে, যা আগের দিন ছিল ছয় হাজার ২২৯ পয়েন্ট। সে হিসেবে সূচক কমেছে ২০ পয়েন্ট, যা চলতি মাসের সর্বোচ্চ পতন। বাজারের অপর দুই সূচকও কমেছে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট কমে এক হাজার ৩৪৭ পয়েন্ট এবং বাছাই করা ৩০ ভালো কোম্পানি নিয়ে গঠিত সূচক ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট কমে দুই হাজার ১০১ পয়েন্টে অবস্থান করছে।

বাজারটিতে লেনদেন হয় ২৯০টি কোম্পানির, যার মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির এবং কমেছে ১৩৪টি কোম্পানির। সে হিসেবে দাম বাড়ার চেয়ে আটগুণ প্রতিষ্ঠানের দাম কমেছে।  আর ১৩৯টি কোম্পানির দাম অপরিবর্তিত ছিল।

সূচকের সঙ্গে ডিএসইতে লেনদেনও কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৪৯ কোটি ১০ লাখ টাকা।  লেনদেন কমেছে ১৭৯ কোটি ১৪ লাখ কোটি টাকা। আর বাজার মূলধন কমেছে এক হাজার ৭৯ কোটি ৫৮ লাখ টাকা।

বাজারে দর বাড়ার তালিকায় শীর্ষে ছিল মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড। শেয়ারটির দর ৪০ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৮০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে এক টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ১১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপসের দর তিন টাকা ৯০ পয়সা বা ৩ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑজেমিনি সি ফুড, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নাভানা সিএনজি, পেপার প্রসেসিং, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।

সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫০টি কোম্পানির। দাম বেড়েছে ১৫টি কোম্পানির, কমেছে ৮১টি কোম্পানির আর ৫৪টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে পাঁচ কোটি ৩৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় আট কোটি ১০ লাখ টাকা। লেনদেন কমে দুই কোটি ৭১ লাখ টাকা। আর বাজার মূলধন কমেছে ৮৭৯ কোটি ৬৭ লাখ টাকা।