সূর্যের পথে ভারতের সৌরযান

শেয়ার বিজ ডেস্ক:ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে দেশটির প্রথম সৌরযান আদিত্য-এল১। খবর: হিন্দুস্তান টাইমস।

গতকাল শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে এ অভিযান শুরু হয়। গতকাল থেকে শুরু হয়েছে এ সৌরযান লঞ্চের কাউন্টডাউন।

বেলা ১১টা ২০ মিনিট থেকে আদিত্য-এল১ মিশনের সরাসরি সম্প্রচার করেছে ভারতীয় মহাকাশ সংস্থা (ইসরো)।

ইসরোর ইউটিউব পেজ, অফিশিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ ছাড়াও ভারতের জাতীয় টেলিভিশনে আদিত্য-এল ১ উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার করা হয়েছে।

বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে তৈরি হয়েছে আদিত্য এল১। সূর্যের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য এটি উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের পর এ উপগ্রহটি পৃথিবীকে বেশ কয়েকবার প্রদক্ষিণের পর সূর্যের দিকে পাড়ি দেবে।

সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছাতে আদিত্যকে মহাকাশে পাঠানো হবে বলে জানা গেছে। পৃথিবী থেকে এই স্থান ১৫ লাখ কিলোমিটার দূরে।

গন্তব্যে পৌঁছাতে আদিত্য এল১-এর লাগবে প্রায় ৪ মাস বা ১২৫ দিন। এটি ৫ বছর সূর্যের ওপর নজর রাখবে।

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। সূর্য হলো বিশালাকারের গ্যাসের গোলক। আদিত্য এল১ মূলত সূর্যের বাইরের পরিমণ্ডল নিয়ে গবেষণা করবে।

সূর্যাভিযানে উৎক্ষেপণ করা ভারতীয় যান আদিত্য এল১ হলো একটি কৃত্রিম উপগ্রহ। সংস্কৃত ভাষার শব্দ আদিত্য শব্দের অর্থ সূর্য। এল১ দিয়ে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী জায়গা ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-কে বোঝানো হচ্ছে। ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর হ্যালো কক্ষপথে আদিত্য-এল১ অবস্থান করবে।

ইসরো বলছে, মহাকাশযানটিকে এ কক্ষপথে স্থাপনের বড় সুবিধা হলো, সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সব সময় সূর্যের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া মহাকাশের পরিবেশের ওপর সূর্যের প্রভাব সম্পর্কে জানা যাবে।