Print Date & Time : 23 October 2025 Thursday 12:04 pm

সেঞ্চুরিতে উজ্জ্বল মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক:জাতীয় দলের জার্সিতে নিজেকে ঠিক মেলে ধরতে পারছিলেন না। মাহমুদউল্লাহ রিয়াদ তাই চেয়েছিলেন জাতীয় লিগের ম্যাচ দিয়ে স্বরূপে ফিরতে। আগের দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করে সে ইঙ্গিতও দিয়েছিলেন। তবে মন ভরেনি তার। গতকাল অবশ্য সেঞ্চুরিতে আরও উজ্জ্বল হয়েছে এ তারকার ব্যাটিং পারফরম্যান্স। 

ঢাকা মেট্রোর হয়ে বগুড়ায় ম্যাচের তৃতীয় দিন শেষে গত পরশু মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৯৫ রানে। গতকাল সকালে ৯৯ থেকে আবু জায়েদকে চার হাঁকিয়ে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন ২১৪ বলে। ভারত সফরের আগে ঘরোয়া ক্রিকেটে নিজের শেষ ইনিংসে সেরে নিলেন সেরা প্রস্তুতি তা বলাই যায়।

প্রথম শ্রেণির ক্রিকেটে মাহমুদউল্লাহর এটি ১২তম সেঞ্চুরি। ঢাকা মেট্রোর হয়ে সেঞ্চুরি হলো দুটি। ঢাকা বিভাগের হয়ে ও বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে করেছেন চারটি করে। মধ্যাঞ্চলের হয়ে বিসিএলে করেছেন দুটি।

মাহমুদউল্লাহ এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৫ সালের অক্টোবরে। জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়েই খুলনা বিভাগের বিপক্ষে ফতুল্লায় সে সময় তিনি করেছিলেন ১৩২ রান।