Print Date & Time : 13 September 2025 Saturday 4:28 am

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শেষ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির আইপিও আবেদনের সময় আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) শেষ হবে। এর আগে গত রোববার (৩ অক্টোবর) কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয়েছিল। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১১ আগস্ট কোম্পানিটির আইপিওর আবেদনের অনুমোদন দিয়েছে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে এক কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত, পুঁজিবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিও ব্যয় বাবদ ব্যবহার করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস তিন টাকা ৯৩ পয়সা ছিল। আর গত পাঁচ বছরের ভারিত গড় ইপিএস দুই টাকা ৬৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯ পয়সা (সম্পদ পুনর্মূল্যায়ন ছাড়া)। প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।