সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ২% বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের সেন্ট্রাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ দেওয়ার হার বৃদ্ধি পেয়েছে ২ শতাংশ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর আগের বছর প্রতিষ্ঠানটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

গত ৩০ মার্চ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য আগামী ১ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বার্ষিক সভায় বিনিয়োগকারীদের সম্মতিক্রমে ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ এপ্রিল।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকে কোম্পানিটি প্রতি বছরই শেয়ারহোল্ডারদের সন্তোষজনক লভ্যাংশ দিয়ে আসছে। গত ৬ বছরের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০১১ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। পরের বছর তা ১২ শতাংশে নেমে এলেও ২০১৩ সালে ২ শতাংশ বেড়ে লভ্যাংশ ১৪ শতাংশে দাঁড়ায়। এর পরের দুই বছর লভ্যাংশ সামান্য কমলেও এ বছর লভ্যাংশের হার কিছুটা বেড়েছে।

এদিকে প্রতিষ্ঠানটির লেনদেন চিত্র পর্যবেক্ষণে দেখা যায়, শেয়ারটি ২৩ টাকা ৩০ পয়সা থেকে ২৪ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে।