Print Date & Time : 31 August 2025 Sunday 12:15 pm

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সেন্ট্রাল হাসপাতালের ‘গাফিলতিতে’ নবজাতকের মৃত্যু ও প্রসূতির মৃত্যুঝুঁকির মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন সোহাগের আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বিচারক।

জামিনপ্রাপ্ত দুই চিকিৎসক হলেন- ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা।

এর আগে ১৫ জুন এই দুই চিকিৎসককে আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহা দিবা ছন্দা আসামি মুনার ও ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমি আসামি শাহজাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী।