Print Date & Time : 9 September 2025 Tuesday 4:02 pm

সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে নারীর মৃত্যু, জীবিত উদ্ধার ২৩

প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিনে স্পিডবোট ডুবে সৈয়দা বেগম নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় ২৩ স্থানীয় মানুষ ও পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বেলা ২টায় সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দা বেগম সেন্ট মার্টিনের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহত মানুষদের সেন্ট মার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি বলেন, টেকনাফ থেকে ছেড়ে আসা একটি স্পিডবোটে পর্যটক ও স্থানীয় মিলে ২৪ যাত্রী ছিলেন। এটি সেন্ট মার্টিনের কাছাকাছি এলে উল্টে যায়। কোস্ট গার্ড খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ২৩ জনকে জীবিত উদ্ধার করে। এছাড়া একজন মারা যান। অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।